একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাতে শীর্ষস্থানীয় ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজ জানায়, মার্কিন প্রশাসন ইসরায়েলকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ব্যাপক ও সর্বাত্মক যুদ্ধের ব্যাপারে সতর্ক করেছে।
বাইডেন প্রশাসন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যে কোন পদক্ষেপকে সমর্থন করে। কিন্তু লেবাননের সাথে যুদ্ধের পরিণামে ব্যাপক ক্ষতির ব্যাপারটা বিবেচনায় নেওয়া উচিত বলেও মনে করে বাইডেন প্রশাসন। মার্কিন কর্ম জোর দিয়ে বলেন, ওয়াশিংটন আশংকা প্রকাশ করেছে, হামাসের সাথে ইসরায়েলের চুক্তিতে ব্যর্থতা তেলআবিবকে হিজবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে নামতে বাধ্য করবে। আমরা গেল আগস্টজুড়ে যুদ্ধের ঝুঁকি দেখেছি তীব্রতর। এবং আমরা এ ঝুঁকি এড়াতে হামাসের সাথে বন্দীচুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছি অব্যাহতভাবে।
গাজায় চলমান আগ্রাসন বন্ধের ব্যাপারে একজন কূটনীতিক বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্যত অবস্থানের কারণে হামাস জিম্মি ইসরায়েলিদের প্রকৃত সংখ্যা প্রকাশে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই কর্মকর্তা বিশেষভাবে ইঙ্গিত দিয়ে বলেন, মিশর ও গাজা সীমান্তের ‘ফিলাডেলফিয়া’ অঞ্চলের দখল না ছাড়ার প্রশ্নে নেতানিয়াহু অনড় অবস্থানে রয়েছে।
সূত্র : আল জাজিরা অ্যারাবিক