নিউজনেস্ট

আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের শেষ রাত

ছবি : সংবাদমাধ্যম এমএসএনবিসি

তিন বছর আগে, ২০২১ সালের ৩০শে আগস্ট, আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীর (ন্যাটোর) দখলদারিত্বের অবসান ঘটে। এই দিনে আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে অপমানজনক বিদায়ের মাধ্যমে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন তালেবান পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। আফগানিস্তানে দুই দশকব্যাপী মার্কিন ও ন্যাটো বাহিনীর দখলদারিত্ব শেষে তালেবানের প্রতিরোধের মুখে তৎকালীন আফগান বাহিনীর পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়।

এই দীর্ঘস্থায়ী দখলদারিত্বের সময়ে আমেরিকা ও তার মিত্ররা আফগান জনগণের বিরুদ্ধে নানা ধরনের নির্মম অত্যাচার ও বর্বরতা চালায়। এতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও আহত হয় এবং অসংখ্য বেসামরিক নাগরিক বরণ করে স্থায়ী পঙ্গুত্ব । পাশাপাশি মার্কিন দখলদার বাহিনী বিভিন্ন সময় আধুনিক অস্ত্রের পরীক্ষা করে আফগানিস্তানের মাটিতে। বিনা অপরাধে বেসামরিক আফগানদের ধরে নিয়ে গুয়ান্তানামো ও বাগরাম কারাগারে নানা ধরনের নির্যাতন চালায়। আফগানিস্তানে সাম্রাজ্যবাদী আমেরিকার অপরাধ ও নির্মমতার ইতিহাস অনেক দীর্ঘ ও বিস্তৃত।

আফগানিস্তানে আমেরিকার পরাজয় নিশ্চিত হয় যখন তালেবানের সাথে আমেরিকা ও ন্যাটো বাহিনীর যুদ্ধ দীর্ঘ হতে থাকে। কাতারে অনুষ্ঠিত আলোচনায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করে বলেন, ‘আফগান জাতি অজেয়, তারা কারো কাছে হার মানে না’। পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করে আফগানিস্তান থেকে বাহিনী প্রত্যাহার করতে বাধ্য হয় আমেরিকা। এবং প্রায় ২০ বছর পর আফগানিস্তানের মাটিতে আবার স্বাধীনতার পতাকা পতপত করে উড়ে। এভাবে ব্রিটেন, রাশিয়া এবং আমেরিকার লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে আফগানিস্তান হয়ে উঠে সাম্রাজ্যবাদীদের কবরস্থান।

এখন তালেবান সরকার সামরিক শক্তি বৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছে এবং দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় দৃঢ়তা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিকভাবে দ্রুত বর্ধনশীল রাষ্ট্রে পরিণত হতে বেশি সময় নেবে না তালেবান সরকার।

সুত্র : হুররিয়াত রেডিও

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত