নিউজনেস্ট

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান
ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশে উপাসনালয় ও মাজারে হামলাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণে তৎপর হয়েছেন অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের জারিকৃত এক বিবৃতিতে বলা হয়,  “ধর্মীয় স্থাপনা, সাংস্কৃতিক স্থান ও সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার জানাচ্ছে, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।” এসময়, ‘অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং মাজারগুলোতে যেকোনো ঘৃণামূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়।’ বিবৃতিতে আরও বলা হয়, হামলার সঙ্গে জড়িত অশুভ শক্তিকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবে সরকার।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে একদল লোক দেশের  মাজার এবং ধর্মীয় স্থানগুলোতে আক্রমণ করছে বলে দেখা গেছে। তবে অন্তর্বর্তী সরকারের ভাষ্যমতে, বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। তাই বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ হিসেবে থাকবে এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা নির্দ্বিধায় কঠোরভাবে দমন করা হবে।

Website | + posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত