নিউজনেস্ট

ইসরায়েলে বাধাগ্রস্ত ইন্টেলের বিলিয়ন ডলারের বিনিয়োগ

ইসরায়েলে বাধাগ্রস্ত ইন্টেলের বিলিয়ন ডলারের বিনিয়োগ
ছবি: সংগৃহীত

চলমান গাজা যুদ্ধের ফলে কম্পিউটারের যন্ত্রাংশ প্রস্তুতকারী বিখ্যাত আমেরিকান কোম্পানী ইন্টেল ইসরায়েলে অবস্থিত তাদের কারখানার জন্য প্রস্তাবিত ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাতে এখন ইসরায়েল সরকার চরম লোকসানের মুখোমুখী হতে যাচ্ছে। কারণ, উক্ত বিনিয়োগের অন্যতম একটি শর্তের কারণে ইন্টেলকে ১০ বছর মেয়াদে ইসরায়েলের কাছ থেকে ১৬.২ বিলিয়ন ডলার পরিমাণ বিভিন্ন পণ্য ও পরিষেবা ক্রয় করতে হতো। যা থেকে ইসরায়েল এখন কিছুই পাবে না।

উল্লেখ্য, ইন্টেল ও ইসরায়েলের মাঝে রয়েছে এক সুদীর্ঘ ব্যবসায়িক সম্পর্ক। ১৯৭৪ সালে ইন্টেল ইসরায়েলে তাদের প্রথম শাখা খুলে। বর্তমানে ইসরায়েলে ইন্টেলের উৎপাদন কারখানা রয়েছে ৪টি। যেখানে কাজ করে ১২ হাজার ইসরায়েলী কর্মচারী। গত ১০ই জুন ইন্টেল এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েল আমাদের প্রধান ব্যবসায়িক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা উৎপাদন, গবেষণা এবং উন্নয়নের জন্য সারা বিশ্বে বিশেষত; ইসরায়েলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে শুধু ইন্টেলই নয়। বিনিয়োগ বাতিলের ঘোষণা দিয়েছে ইসরায়েলের ৪০% প্রযুক্তি কোম্পানি। অপরদিকে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের রিজার্ভ ফোর্স তলব করার কারণে অর্থনৈতিক লোকসান গুণেছে ৮০% ইসরায়েলী প্রযুক্তি কোম্পানি।

তথ্যসূত্র: টিআরটি অ্যারাবিক।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত