নিউজনেস্ট

আফগানিস্তানের জন্য ‘তাপি’ প্রকল্পের গুরুত্ব

আফগানিস্তানের জন্য "তাপি" প্রকল্পের গুরুত্ব
ছবি: সংগৃহীত

“তাপি” প্রকল্প আফগান জনগণের দীর্ঘদিনের একটি স্বপ্ন, যা প্রায় তিন দশক পরে বাস্তবায়িত হতে যাচ্ছে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকার প্রথমবারের শাসনামলে এই প্রকল্পের পরিকল্পনা করেছিল। কিন্তু মার্কিন আগ্রাসনের কারণে তা বাস্তবায়ন হয়নি। এখন মার্কিন দখলদারিত্ব থেকে মুক্তি পাওয়ার পর, আফগানিস্তান তার স্বাধীনতা ও মুক্তির পথে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং তাপি প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু করেছে।

তৃতীয় বিশ্বের দেশগুলো যখন টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির দিকে তাকিয়ে আছে, আফগানিস্তান -যে রাষ্ট্র কয়েক দশকের যুদ্ধ থেকে সদ্য বেরিয়ে এসেছে- তাপি প্রকল্পের মাধ্যমে একটি নতুন সম্ভাবনাময় অর্থনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

তাপি প্রকল্প কী ?

“তাপি প্রকল্প” হল আফগানিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক প্রকল্প, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে।

তাপি প্রকল্পে কোন দেশের কী লাভ?

তাপি প্রকল্পের মাধ্যমে তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের মধ্যে সরবরাহ করা হবে। যা এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং গ্যাস চাহিদা পূরণে সহায়তা করবে। পাশাপাশি এই প্রকল্পটি আফগানিস্তানকে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

তাপি গ্যাসক্ষেত্রে গ্যাসের পরিমাণ: 

১,৮২১ কিলোমিটারব্যাপী দীর্ঘ তাপি গ্যাস পাইপলাইন। যার মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার আফগানিস্তানের ভূখণ্ড দিয়ে অতিক্রম করবে। তাপি প্রকল্পের বার্ষিক গ্যাস সরবরাহ ক্ষমতা ৩৩ বিলিয়ন ঘনমিটার। কাবুল এবং আশখাবাদের মধ্যে চুক্তি অনুযায়ী, আফগানিস্তান প্রথম দশ বছরে বছরে ৫০০ মিলিয়ন ঘনমিটার, দ্বিতীয় দশ বছরে বছরে ১ বিলিয়ন ঘনমিটার এবং তৃতীয় দশ বছরে বছরে ১.৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস পাবে। এর পাশাপাশি, আফগানিস্তান তুর্কমেনিস্তানের গ্যাস পাইপলাইনের জন্য বছরে ৪৫০ মিলিয়ন ডলার ট্রানজিট ফি পাবে।

উল্লেখ্য, এই প্রকল্পটি আফগানিস্তানের জন্য কেবল অর্থনৈতিক উন্নয়নের সূচনা নয়; এটি আঞ্চলিক সম্পর্ক মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাপি প্রকল্পের মাধ্যমে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র এবং আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠবে। এছাড়াও তাপি প্রকল্পের মাধ্যমে দেশটির অর্থনীতি ও শক্তি সমস্যার সমাধান হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। হাজার হাজার আফগান নাগরিকের কর্মসংস্থান তৈরি হবে।

সবশেষ, তাপি প্রকল্পের সফল বাস্তবায়ন আন্তর্জাতিক পরিমণ্ডলে  আফগানিস্তানের অবস্থানকে আরো সুসংহত করবে। তাই, তাপি প্রকল্পের সূচনা ইসলামিক আমিরাতের জন্য একটি বড় অর্জন, যা তাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রজ্ঞার সফল প্রতিফলন।

সূত্র: হুররিয়্যাত রেডিও

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত