পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কানকাটা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার ভোরের দিকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিজিবি। অভিযুক্ত ব্যক্তিরা তেঁতুলিয়া সদর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, তেঁতুলিয়া সদর ইউনিয়নের কানকাটা এলাকার জামাল হোসেন (৫০), মো. ফরিদ (২৮), আজিজনগর-ডাঙ্গাপাড়া এলাকার ইউসুফ আলী (৩২) এবং জুয়েল রানা (৩০)।
বিজিবি সূত্র জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবির শারিয়ালজোত বিওপির নায়েব সুবেদার সৈবুর রহমান এই ঘটনায় বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়েছে।
বিজিবির সদস্যরা গ্রেপ্তারকৃতদের প্রথমে নিজেদের হেফাজতে রাখে এবং পরবর্তীতে তাদের তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
এ প্রসঙ্গে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তেঁতুলিয়া অঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে বেশ কিছু দিন ধরে অবৈধভাবে ভারতে প্রবেশের ঘটনা ঘটছে তাই সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় তৎপর থাকে। এ ধরনের অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/