নিউজনেস্ট

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ জন বন্দী বিনিময়

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ জন বন্দী বিনিময়
ছবি: রয়টার্স

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দী বিনিময় অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় সাম্প্রতিক সময়ে দুই দেশ আরও ২০৬ জন বন্দী বিনিময় করেছে। শনিবার (১৪ই সেপ্টেম্বর) রাশিয়া ও ইউক্রেন এই বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি ইউএই’র পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের ১০৩ সেনাকে মুক্তি দিয়েছে রাশিয়া। সমান সংখ্যক রুশ সেনাও ইউক্রেনের কাছ থেকে মুক্তি পেয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক পোস্টে জানান, “সফলভাবে আরও ১০৩ জন ইউক্রেনীয় যোদ্ধাকে রাশিয়ার বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুক্তি পাওয়া ১০৩ জন রুশ সেনা সম্প্রতি কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। ওই অঞ্চলে গত মাসের শুরুতে ইউক্রেনের বাহিনী অভিযান চালিয়েছিল। মুক্তি পাওয়া রুশ সেনাদের বেলারুশে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে, গত আগস্টেও ইউএই’র মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১১৫ জন করে মোট ৩০০ জন বন্দী বিনিময় করে। আরব আমিরাত জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তাদের মধ্যস্থতায় দুই দেশ প্রায় ১ হাজার ৯৯৪ জন বন্দী বিনিময় করেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত