নিউজনেস্ট

বাংলাদেশকে বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার ঘোষণা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। সম্প্রতি এই উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই ঋণ সহায়তা মূলত দেশের অর্থনৈতিক খাতের স্থিতিশীলতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবহার করা হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের বৈঠকে এ ঋণ সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়। এই ঋণের মধ্যে ৭৫০ মিলিয়ন ডলার পলিসিভিত্তিক ঋণ হিসেবে দেয়া হবে, যা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার উন্নয়ন এবং আর্থিক খাতের সংস্কারে সহায়ক হবে। বাকি ২৫০ মিলিয়ন ডলার ‘ইনভেস্টমেন্ট লোন’ এবং ‘গ্যারান্টি ফ্যাসিলিটি’ হিসেবে বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের এই ঋণ সহায়তা পেতে বাংলাদেশকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক কর্তৃপক্ষ। শর্তগুলো হলো, প্রথমত, বেসরকারি খাতে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করতে হবে,যা খেলাপি ঋণের পুনর্গঠন এবং ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। দ্বিতীয়ত, খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে। এছাড়া, একটি টাস্কফোর্সের মাধ্যমে অডিট কার্যক্রম পরিচালিত হবে, যার কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করতে হবে।

তবে এই ঋণ সহায়তা এখনো চূড়ান্ত হয়নি  আগামী ডিসেম্বর মাসে বিশ্বব্যাংকের বোর্ডের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভরশীল ।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত