নিউজনেস্ট

এবার হুথিদের ছোঁড়া উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরাইল

এবার হুথিদের ছোঁড়া উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরাইল
ছবি : আলআরাবি আলজাদিদ

ইসরায়েলকে লক্ষ্য করে উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ হুথি। হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে ইসরায়েলের দখলকৃত এলাকা জাফায় আঘাত হানে।

হামলার প্রসঙ্গে সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গাজায় ইসরায়েলের অব্যাহত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে এবং   নিপীড়িত ফিলিস্তিনি জনতার পক্ষে এ হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি আরো বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি একটি উচ্চগতিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। মাত্র সাড়ে ১১ মিনিটে ২ হাজার ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। ক্ষেপণাস্ত্রটি এই প্রথম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে ইসরায়েলের অভ্যন্তরে সফল আঘাত হানে।

অপরদিকে, ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে হামলার বিষয়টি স্বীকার করে বলা হয়েছে, ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করে ইয়েমেন থেকে ছোঁড়া একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় আঘাত হেনেছে। হামলার পর ইসরায়েলি পুলিশ সূত্রে জানা গেছে,  ক্ষেপণাস্ত্রটির আঘাতে বনাঞ্চলে আগুন লেগে যায়। এবং মধ্য ইসরায়েলের মুদাইয়ান এলাকার প্রধান রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্ল্যেখ্য, এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, এ হামলায় হুথিদের চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে আবু উবাইদা হুথিদের এই হামলাকে স্বাগত জানিয়ে বলেন, নতুন কোন ফ্রন্টে যুদ্ধ প্রসারিত করার জন্য নেয়া যেকোন নির্বুদ্ধিতামূলক পদক্ষেপের অর্থ হবে নেতানিয়াহু তার দুর্বল সত্তাকে ব্যাপক বিপর্যয়ের নিয়ে যাচ্ছেন। অথচ ইসরায়েলি সেনাবাহিনী এখনও গাজার কাঁদায় নিমজ্জিত। এবং আবারও ইসরায়েল ও তার মিত্ররা একটিমাত্র ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে ব্যর্থ হয়েছে।

সূত্র: আলজাজিরা, আলআরাবি জাদীদ

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত