কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেল ৫ টার দিকে এ অভিযান চালানো হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. ইফতেখার হোসেন জানান, ৩৫টি বাক্সে করে ইলিশগুলো পাচারের প্রস্তুতি চলছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত ইলিশের ওজন ৮৫০ কেজি, যার বাজার মূল্য প্রায় ৯ লাখ ৫২ হাজার টাকা। ইলিশগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।
গত ৫ দিনের মধ্যে এটি কুমিল্লায় তৃতীয়বার ইলিশ জব্দের ঘটনা। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় ৪৪০ কেজি ইলিশ এবং বুধবার দুপুরে বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়। তবে দুঃখজনক হলেও সত্য যে, এ পর্যন্ত কোনো অভিযানে পাচারকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link