ঢাকার কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতি মেরামতে ৩৫০ কোটি টাকা খরচের পূর্বানুমান করা হলেও, বর্তমানে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। ১৯শে জুলাইয়ের হামলায় ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে এই ক্ষয়ক্ষতির মেরামত করতে এক বছর সময় ও বিপুল অর্থ ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
ডিএমটিসিএলের (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, কাজীপাড়া স্টেশনের মেরামতকাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী কয়েকদিনের মধ্যে এটি চালু হতে পারে। এতে এক কোটি টাকারও কম ব্যয় হচ্ছে। অন্যদিকে মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হবে। ফলে সেটির মেরামতে কয়েক মাস সময় লাগবে। মিরপুর-১০ স্টেশন সংস্কারে চূড়ান্ত ব্যয় নির্ধারণ না হলেও, আনুমানিক ব্যয় ধরা হচ্ছে ১৩৮ কোটি টাকা। যা পূর্বের ৩৫০ কোটি টাকার তুলনায় অনেক কম।
এই ব্যয়হ্রাসের প্রধান কারণ হিসেবে কর্মকর্তারা স্থানীয়ভাবে যন্ত্রপাতি সংগ্রহের সিদ্ধান্ত ও ডিএমটিসিএলের মজুদকৃত সরঞ্জাম ব্যবহারের কথা উল্লেখ করেছেন। একইসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ ব্যয় হ্রাসকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেছে, এর মাধ্যমে বিগত সরকারের শাসনামলে উন্নয়নের নামে লুটপাটের বিষয়টি পরিষ্কার হয়েছে।
এদিকে আগামি ২০শে সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যা নতুন সরকারের অধীনে সেবা প্রদানে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।