গতকাল ১৫ই সেপ্টেম্বর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জীবন মিয়া (২৫) নামে এক যুবককে গোডাউনে আটকে রেখে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, জোসনা ফিলিং স্টেশনের মালিক রতন কুমার সাহা (রেন্টু) এই হত্যাকাণ্ডের মূলহোতা।
নিহত জীবন মিয়া (২৫) বীরগঞ্জের রুস্তম আলী (গাঠু) মিস্ত্রীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দ্বন্দ্বের জের ধরে রতন কুমার জীবনকে ঘর থেকে তুলে নিয়ে তার নিজস্ব মিলের গোডাউনে আটকে রেখে পিটিয়ে হত্যা করে।
পরে এই ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ফলস্বরূপ বিক্ষুব্ধ জনতা আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ খবর অনুযায়ী, ফিলিং স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্তের কাজ চলমান এবং অভিযুক্তকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অচিরেই হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।