গতকাল সোমবার সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বজ্রপাতে আবুল কাশেম (৪০) নামে এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে। গতকাল (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পাঁচপোতা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত আবুল কাশেম দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত মো: বাবুর আলীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রমজান আলী জানান, ঘটনার সময় তিনি পাঁচপোতা গ্রামের একটি খালে মাছ ধরছিলেন। দুপুর ২টার দিকে তিনি আবুল কাশেমকে তার মৎস্যঘেরের দিকে তাড়াহুড়া করে যেতে দেখেন। ঘেরের কাছাকাছি পৌঁছলে আকস্মিক বজ্রপাত হলে কাশেম মাটিতে পড়ে যান। দূর থেকে ধোঁয়ার মতো কিছু দেখতে পেয়ে রমজান দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে কাশেমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুজ্জামানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







