নিউজনেস্ট

যৌথ বাহিনীর অভিযানে ১২ দিনে ১৫৫টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১২ দিনে ১৫৫টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২
ছবি: সংগৃহিীত

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে দেশজুড়ে চলমান যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সফলতা এসেছে। গত ৪ঠা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ১২ দিনে বিভিন্ন ধরনের ১৫৫টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। সেইসাথে আটক হয়েছে ৭২জন। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, সারা দেশে অপরাধ দমনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এই অভিযান। যাতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সন্ত্রাসীমুক্ত দেশ গড়া যায়।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের বেশ কিছু আধুনিক ও বিপজ্জনক আগ্নেয়াস্ত্রসহ  উল্লেখযোগ্যভাবে রয়েছে:

রিভলভার ৮টি, পিস্তল ৪৬টি, রাইফেল ১১টি, শটগান ১৮টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১৩টি, বন্দুক ২৪টি, একে-৪৭ ১টি, গ্যাসগান ১টি, চায়নিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএ ৩টি, এসএমজি ৩টি, টিয়ার গ্যাস লঞ্চার ১টি।

দেশজুড়ে এই নিরাপত্তা অভিযান যৌথভাবে পরিচালনা করছে পুলিশ, র‌্যাব, এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। এর মূল লক্ষ্য হচ্ছে, দেশব্যাপী অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের দমন করা, অবৈধ অস্ত্রের উৎস চিহ্নিত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।

পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ৭২ জনের মধ্যে অনেকেই বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও দায়ের করা হয়েছে।

এ সময় অবৈধ অস্ত্রের ব্যবহার কমিয়ে আনা এবং সন্ত্রাস দমনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানের কারণে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকার কথা জানানো হয়। 

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত