নিউজনেস্ট

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
ছবি: প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিকা বেগম (৪৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল প্রায় পৌনে ৯টায় উপজেলার গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদ্দিকা বেগম কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। ঘটনার সময় সিদ্দিকা বেগম তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথে চরমার্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে সিদ্দিকা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। সিদ্দিকা বেগমের স্বামী আতাউর রহমানকে গুরুতর আহত অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোমুখি সংঘর্ষের পর দুটি মোটরসাইকেলের চারজনই সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু অন্য মোটরসাইকেলে থাকা দুই আরোহীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তাদের স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন প্রধান শিক্ষিকার মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, সড়কে এমন দুর্ঘটনা ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গভীর শোক প্রকাশ করেছেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত