আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তা ছাড়াই গত তিন বছর যাবৎ দেশ পরিচালনা করছে তালিবান সরকার।
সম্প্রতি তালিবান সরকার পূর্ববর্তী সরকারের আমলে করা ঋণের মধ্যে ২.৭ বিলিয়ন আফগানি ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এর মধ্যে ৯১০ মিলিয়ন আফগানি বিশ্বব্যাংককে এবং ১.৯ বিলিয়ন আফগানি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে পরিশোধ করা হয়েছে।
এছাড়াও ইমারাতে ইসলামি আফগানিস্তানের বিদ্যুৎ সংস্থা চার প্রতিবেশী দেশের ৬২৭ মিলিয়ন ডলার বকেয়া ঋণ পরিশোধ করেছে। উল্লেখ্য, এতসব মোটা অংকের ঋণ করা হয়েছিলো বিগত সরকারের আমলে। বিবৃতিতে আরও জানানো হয়, তালেবান সরকার পূর্বের সরকারের আমলের ঋণ পরিশোধের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।
ইমারাতে ইসলামি আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বকেয়া ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখার এক বিশেষ ডিক্রি জারি করেছেন। ফলে চলতি বছরের বাজেটে বৈদেশিক ঋণ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে নির্দিষ্ট পরিমাণ অর্থ। যে অর্থের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনুরোধ অনুযায়ী তাদের বকেয়া ঋণ পরিশোধ করা হচ্ছে।
সূত্র: হুররিয়্যাত রেডিও
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link