নিউজনেস্ট

বালুর ট্রাকে চিনি, উদ্ধারে বিজিবি

ছবি : সংগৃহীত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো সীমান্ত এলাকাজুড়ে বিজিবির তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে অপরাধ করার নেই কোন সুযোগ। সিলেটের জকিগঞ্জে বিজিবির আবারও ভারতীয় চোরাচালান জব্দ করা যেন তারই প্রমাণ।

আজ বুধবার (১৮ই সেপ্টেম্বর)  বালুভর্তি একটি ট্রাক থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি )।  আগের দিন একই এলাকায় বালুর নিচে লুকিয়ে রাখা প্রায় দুই কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করা হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯-এর একটি বিশেষ অভিযানে শাহপরান থানার সুরমা বাইপাস এলাকা থেকে ঢাকা মেট্রো-ট ২৪-১৫৪০ নম্বরের ট্রাকটি আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিজিপির টহল দল সন্দেহভাজন ওই ট্রাকটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। বিজিবি টহল দল ট্রাকটির পিছু নেয় এবং অপর একটি টহল দলের সহায়তায় শাহপরান থানার সুরমা বাইপাস এলাকা থেকে ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী (পিএসসি) জানান, ‘সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন অভিযান চলমান রয়েছে। এই অভিযানের ফলস্বরূপ ভারতীয় চিনি জব্দ করা সম্ভব হয়েছে। বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, জব্দকৃত চিনি শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান। এবং সীমান্তে এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত