সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। বুধবার রাতে হলের গেস্টরুমে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের থকে পরস্পর বিরোধী তথ্য পাওয়া গেছে। কেউ কেউ জানান, নিহত ব্যক্তিকে চোর সন্দেহে আটক করার পর প্রথমে তাকে খাবার খেতে দেওয়া হয়। এরপর তাকে কয়েক দফা মারধর করা হয়।
অন্যদিকে কারও কারও ধারণা, নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। মারধরের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ঢাবি প্রশাসন ও হল কর্তৃপক্ষ তদন্তে নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link