নিউজনেস্ট

ইসরায়েলের ডিভাইস বোমা হামলার ইতিহাস

ইসরায়েলের ডিভাইস বোমা হামলার ইতিহাস
ছবি : আলআরাবি আলজাদিদ

তেলআবিব ও হিজবুল্লাহর চলমান উত্তেজনার মধ্যে মধ্যে সম্প্রতি লেবাননে ইসরায়েলের স্মরণকালের ভয়াবহ ডিভাইস বোমা হামলা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে। ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত বহু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। এই হামলার আদ্যোপান্ত নিয়ে আমেরিকার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লেবাননে ডিভাইস বোমা হামলা মোসাদের একটি মিশন ছিল।

অবশ্য এবারের ডিভাইস বোমা হামলাই ইসরায়েলের প্রথম ডিভাইস বোমা হামলা নয়। ইতিপূর্বেও ইসরায়েল এমন ঘৃণ্য কাজ একাধিকবার করেছে। চলুন, ইসরায়েলের ডিভাইস বোমা হামলার ইতিহাসে চোখ বুলিয়ে আসি।

৫ই জানুয়ারী, ১৯৯৬। ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা সেবা ‘শিনবেট’ কয়েক ডজন ইসরায়েলি সেনা হত্যার অভিযোগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইয়াহইয়া আয়াশকে মটোরোলা ব্রাণ্ডের একটি আলফা মোবাইল ফোনে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে তাকে শহিদ করে দেয়। ইয়াহইয়া আয়াশের হত্যায় ব্যবহৃত সেই মটোরোলা ফোনটি ৫০গ্রাম উচ্চশক্তির বিস্ফোরক বোঝাই ছিল।

এর আগে ১৯৭২ সালের ৪ঠা ডিসেম্বর মোসাদের সদস্যরা মাহমুদ আলহামশারি নামক একজন ব্যক্তিকে মোবাইল ফোনে সেট করা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হত্যা করে। মাহমুদ আলহামশারি ছিলেন মিউনিখ অলিম্পিকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাজেশন কতৃক ইসরায়েলি এ্যাথলেটদেরকে হত্যার অন্যতম মাস্টারমাইন্ড ।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত