নিউজনেস্ট

সন্ত্রাসী আরাকান আর্মির চলমান রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আগামীকাল মানববন্ধন

সন্ত্রাসী আরাকান আর্মির চলমান রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আগামীকাল মানববন্ধন
ইউওয়াইএমবির লোগো। ছবি : নিউজনেস্ট

আগামীকাল শুক্রবার দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে ইউনাইটেড ইয়ুথ মুভমেন্ট বাংলাদেশ। বাংলাদেশে অবস্থানরত ১৫ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনকে ত্বরান্বিত করা এবং সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক চলমান রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের তথ্য মতে, গত দেড় মাসে আরাকান আর্মির হাতে দেড় হাজারের অধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আরও অসংখ্য। এদিকে গত মাসেই আরাকান থেকে নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

ইউনাইটেড ইয়ুথ মুভমেন্টের ব্যাপারে বিস্তারিত জানতে আমরা সংগঠনটির প্রেসিডেন্ট জনাব দাইফ সালেমুনের শরণাপন্ন হয়েছিলাম। শুক্রবারের মানববন্ধনের ব্যপারে জানতে চাইলে তিনি নিউজনেস্টকে বলেন, ‘রোহিঙ্গানিপীড়ন, আরাকান আর্মির অত্যাচার এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকির বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ়। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো চলমান গণহত্যা ও আরাকান আর্মির বর্বরতা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা চাই, রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন হোক এবং তাদের নিজ ভূমি আরাকানে ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করা হোক।’

দাইফ সালেমুন আরও জানান, ‘আরাকান আর্মির উত্থান শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্যও একটি হুমকি। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যাতে এই সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত হয়।’

মানববন্ধনের লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে জানতে চাইলে দাইফ সালেমুন বলেন, ‘আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য হলো, রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা, এবং তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার সংগ্রামে আন্তর্জাতিক ও স্থানীয় সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা এবং সন্ত্রাসী আরাকান আর্মির কর্মকান্ড সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। এই মানবিক সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখার জন্য এবং বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্য একত্রিত হতে আমরা সবাইকে অনুরোধ করছি। শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার লড়াইয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

ভবিষ্যৎ প্লান সম্পর্কে জানতে চাইলে ইউনাইটেড ইয়ুথ মুভমেন্টের সেক্রেটারি জনাব তৌফিক এলাহী নিউজনেস্টকে বলেন, ‘আমাদের অবশ্যই ফিউচার প্লান আছে। আমরা আগামীতে সেমিনার, সভা, সিম্পোজিয়াম এবং যতভাবে বাংলাদেশের মানুষকে সচেতন করা যায়— সেটা করার জন্য সচেষ্ট থাকবো। শুধুমাত্র রোহিঙ্গা ইস্যু নয়, বিশ্বব্যাপী জুলুম নির্যাতন নিয়েও কথা বলবো আমরা। সেইসাথে বাংলাদেশ চলমান সামাজিক ও মানবিক নানা ইস্যু নিয়েও কথা বলবো।’

Website | + posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত