ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর ) ৩ শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
এর আগে বৃহস্পতিবার হত্যার ঘটনায় বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেস্ট অফিসের সুপার ভাইজার মোহাম্মদ আমানউল্লাহ।
উল্লেখ্য, গত বুধবার চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে গণপিটুনি দেয় শিক্ষার্থিরা। মারধরের পর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।