লেবাননে একের পর এক ডিভাইস বিস্ফোরণে বারবার উঠে আসছে এশিয়ার দেশ তাইওয়ানের নাম। আজ ১৯ই সেপ্টেম্বর তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় ঘটনায় এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে কু বলেন, লেবাননে হিজবুল্লার কাছে থাকা হাজার হাজার পেজার বিস্ফোরণের পরিস্থিতিকে তার দেশ তাইওয়ান খুব মনোযোগ সহকারে প্রত্যক্ষ করছে। সেইসাথে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রত্যক্ষ করছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা এজেন্সি গুলোও।
উল্লেখ্য, লেবাননে পেজার হামলায় তাইওয়ানের নাম উঠে আসার পর তাইওয়ানের পক্ষ থেকে দেওয়া এটাই প্রথম কোন অফিসিয়াল বিবৃতি।
এদিকে হিজবুল্লাহকে কর্ডলেস যোগাযোগ ডিভাইস পেজার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গোল্ড এ্যাপোলো’ ডিভাইসগুলোয় বিস্ফোরক চিপ সেট করার ব্যপারে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেছে, এগুলো মূলত পূর্ব ইউরোপের দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টভিত্তিক এক কোম্পানি তাদের অর্ডারে তৈরি করে। ‘গোল্ড এ্যাপোলো’ শুধুমাত্র ডিভাইসগুলোয় নিজেদের লোগো ব্যবহার করে তা সরবরাহ করেছিল।
সূত্র: রয়টার্স