নিউজনেস্ট

কমলাকে ছেড়ে নতুন প্রার্থীর প্রতি ঝুঁকছেন মার্কিন মুসলিমরা

কমলাকে ছেড়ে নতুন প্রার্থীর প্রতি ঝুঁকছেন মার্কিন মুসলিমরা
ছবি: ডেট্রোইট পাবলিক রেডিও

গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দেয়ায় কমলা হ্যারিসের উপর ক্ষুদ্ধ আরব-আমেরিকান মুসলিম ভোটাররা। মুসলিম ভোটাররা মূলত সমর্থন করছেন গ্রিন-রেইনবো পার্টি থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ৭৪ বছর বয়সী জিল স্টেইনকে।

চলতি সেপ্টেম্বরে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস নামক সংস্থার প্রকাশিত এক জরিপে দেখা যায়, আমেরিকার মিশিগান স্টেটে বসবাসকারী আরব-মার্কিন মুসলিম সম্প্রদায়ের ৪০% লোক সমর্থন করেন গ্রিন পার্টির স্টেইনকে। অপরদিকে ট্রাম্প ও কমলাকে সমর্থন করেন যথাক্রমে ১৮% ও ১২%। অবশ্য জর্জিয়া এবং পেনসিলভেনিয়ার মুসলিম ভোটারদের কাছে হ্যারিসই ছিলেন অগ্রগণ্য।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত