বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশে নতুন কোন ইটভাটার অনুমোদন দেওয়া হবে না। এবং বর্তমানে পরিচালিত ৩ হাজার ৪৯১টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। পার্বত্য অঞ্চলের সব ইটভাটাও স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর এবং ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় ইট উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগ এবং কার্বন নিঃসরণ হ্রাসের ওপর জোর দেওয়া হয়।
এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান ইটভাটার পরিবেশগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের শুধু ভবন নির্মাণের দিকে নজর দিলে হবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। তাই কোন ইটভাটা লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া পরিচালিত হতে পারবে না।’