ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ আজ শেষ হচ্ছে। গত ৫ই আগস্ট সাধারণ মানুষের বিক্ষোভের মধ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং আশ্রয় নেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেসময় কূটনৈতিক পাসপোর্ট থাকার সুবাদে তিনি ৪৫ দিনের জন্য ভারতে থাকার অনুমতি পেয়েছিলেন। আজকে তার মেয়াদও শেষ হয়ে গেলো।
এদিকে বাংলাদেশ সরকার ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় আগামীকাল থেকে বৈধভাবে ভারতে থাকার সুযোগ থাকবে না শেখ হাসিনার। তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, তাকে হয়তো তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে। যার দরুণ ভারতে থাকার সুযোগ মিলবে শেখ হাসিনার।