নিউজনেস্ট

আসুন সৎ কাজের আদেশ করি

আসুন সৎ কাজের আদেশ করি
ছবি: আলমাউদু

সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ আমাদের সকলের উপর আবশ্যক। এটি প্রতিটি মুসলিমের অর্পিত দায়িত্ব, কর্তব্য ও চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, মুমিন নারী ও পুরুষ একে অপরের অভিভাবক। তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। (সূরা তাওবা: আয়াত ৭১)

আল্লাহ তায়ালা আরও বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আর তারাই সফলকাম। (সূরা আলে ইমরান: ১০৪)

আল্লাহ তায়ালা আরও বলেন, তোমরাই সর্বোত্তম জাতি। তোমাদেরকে মানবজাতির জন্য নির্বাচিত করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। (সূরা আলে ইমরান: ১১০)

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে খুব গুরুত্বের সাথে মুমিনদেরকে বলে গেছেন, তোমাদের মধ্যে যে কেউ অন্যায় কাজ দেখে সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে। হাত দ্বারা প্রতিহত করতে না পারলে মুখ দ্বারা যেন প্রতিহত করে। মুখ দ্বারা প্রতিহত করা অসম্ভব হলে অন্তর দ্বারা সে যেন তাকে ঘৃণা করে এবং পরিবর্তনের কথা ভাবে।

সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ দীনের অংশ। এটি একটি অবশ্য পালনীয় আমল। ইসলামের বাণীর পরিপূর্ণতা অর্জিত হয় সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার মাধ্যমে। অন্য জাতি থেকে মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের কারণও সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ। তাই আসুন সৎ কাজের আদেশ করি অসৎ কাজ থেকে নিষেধ করি ।

ইসলাম ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত