ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের আলোচনা ও দাবি অনেকদিন থেকেই চলছিলো। বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের আওয়াজ উঠেছে কয়েকবারই।