চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির সহযোগী সংগঠনের দুই বিবদমান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় স্থানীয় বাজারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মকিমাবাদ এলাকার সর্দার বাড়ির সালাহউদ্দিন আক্তার হোসেন ও টোরাগড় এলাকার মিজানুর রহমান সেলিমের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। গত শুক্রবার সন্ধ্যায় সেই উত্তেজনা চরমে পৌঁছে এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া করে।
উক্ত সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
এবিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, রাত ১১টার দিকে যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবও সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার আব্দুর রকিব জানান, সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকের জন্য যৌথ বাহিনীর অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
উল্লেখ্য, এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে আহতদের চিকিৎসা চলছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link