সম্প্রতি আরাকানের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মিকে সতর্কবার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)।
লিখিত বিবৃতিতে বলা হয়, নিজেদের অন্যায় এজেন্ডা বাস্তবায়ন করতে এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার লাভের ন্যায়সঙ্গত প্রচেষ্টাকে ব্যাহত করতে ভাড়াটে মিডিয়া দিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি।
বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। রোহিঙ্গারাও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) আরাকানের ভিতর থেকেই তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করে। বাংলাদেশে আরাকান আর্মির উপর হামলার যে অভিযোগ আনা হয়েছে আরএসওর বিরুদ্ধে— তা মূলত আরাকান আর্মি কর্তৃক সত্যকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা বৈ কিছুই নয়।
আরাকান আর্মির প্রতি হুঁশিয়ারি দিয়ে আরএসওর পক্ষ থেকে আরও বলা হয়, আপনারা (আরকান আর্মি) একটি মাফিয়া সন্ত্রাসী গোষ্ঠী— তা আন্তর্জাতিক কোন সম্প্রদায়ের কাছেই গোপন নয়। ভাড়াটে সংবাদমাধ্যম দিয়ে প্রপাগান্ডা পরিচালনা এবং রোহিঙ্গাদের প্রশ্নবিদ্ধ করতে বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনা—কোন কিছুই রোহিঙ্গাদের বাস্তচ্যুতকরণ এবং তাদের উপর চালানো আপনাদের নৃশংস গণহত্যাকে ধামাচাপা দিতে পারবে না।