সম্প্রতি ইউরোপের ৫টি দেশ ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে। করে দেয়া ৫টি দেশ হলো, ব্রিটেন, জার্মানি, স্পেন, ইতালি এবং হল্যান্ড।
এরমধ্যে জার্মানি যেখানে গত বছরও ৩২৬.৫ মিলিয়ন ইউরোর অস্ত্র ইসরায়েলে রপ্তানি করেছে, সেখানে গেল আগস্টে জার্মানির ইসরায়েলে অস্ত্র রপ্তানি মাত্র সাড়ে চৌদ্দ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে।
এদিকে গত মাসে ব্রিটেন ৩৫০টি অস্ত্র রপ্তানি চুক্তির ৩০টি আবার স্থগিত করে দিয়েছে। অন্যদিকে হল্যান্ড বাদে স্পেন, ইতালি গত বছরের ঐতিহাসিক ৭ই অক্টোবর থেকে ইসরায়েলে সম্পূর্ণরূপে অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে।
হল্যান্ডের একটি আদালত যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার এফ-৩৫ এর খুচরা যন্ত্রাংশ ইসরায়েলকে রপ্তানি করতে নিষেধ করে দিয়েছে। ফলে এখন প্রশ্ন উঠেছে, ইউরোপ কি তবে ইসরায়েলকে পরিত্যাগ করতে যাচ্ছে?