গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে বিজিবির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেন দোয়ারাবাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।
বিজিবি জানায়, শুক্রবার রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার করা হবে। সেই তথ্য অনুযায়ী বিজিবি সদস্যরা শনিবার ভোর রাতে বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তারা ৮৮৫ কেজি ইলিশ ফেলে যায়। উদ্ধারকৃত ইলিশের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত ইলিশগুলো ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link