দীর্ঘ ১১২ দিন বন্ধ থাকার পর অবশেষে রবিবার ২৪শে সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস পুনরায় শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ইতোমধ্যে ক্লাস রুটিন ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দিয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৩০শে সেপ্টেম্বর শুরু হবে বলে জানানো হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে ২ থেকে ৩০শে জুন পর্যন্ত বন্ধ ছিল। যদিও এ সময়ে বেশ কিছু বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ১লা জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও, শিক্ষক সমিতির কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। এরপর ৭ই জুলাই শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ১৭ই জুলাই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় । অন্যদিকে পরিবর্তিত বাংলাদেশে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের পদত্যাগের পর ২৭শে আগস্ট নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
অবশেষে ১৩ই সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়। যার পরিপ্রেক্ষিতে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পুনরায় চালু হতে যাচ্ছে।