নিউজনেস্ট

বিদ্যুৎ আমদানিতে ত্রিপক্ষীয় চুক্তি করবে বাংলাদেশ

বিদ্যুৎ আমদানিতে ত্রিপক্ষীয় চুক্তি করবে বাংলাদেশ
ছবি: যুগান্তর

বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার রাজধানীতে নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য একটি বাংলাদেশি প্রতিনিধিদল শিগগিরই নেপাল সফর করবে।

সরকারি সূত্রে জানা যায়, ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি নিয়ে নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা হয়েছে। ৬ বছর আগে জ্বালানি সহযোগিতার ভিত্তি স্থাপিত হওয়ার পর এই চুক্তির বাস্তবায়ন হতে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত