গতকাল শনিবার (২১শে সেপ্টেম্বর) রাতে উত্তর ইসরায়েলের অভ্যন্তরে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহ একাধিক রকেট হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলে চালানো হামলায় তারা ফদিয়া নামের এক নতুন রকেট ব্যবহার করছে, যা তাদের বহুল ব্যবহৃত কাতিউশা রকেটের চেয়ে অনেক উন্নত।
হিজবুল্লাহ আরো জানায়, ২০০৬ সালের যুদ্ধের পর এবারই প্রথম তাদের রকেটগুলো এত গভীরে আঘাত হেনেছে। তবে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া বেশিরভাগ রকেট তারা আকাশেই ধ্বংস করেছে। অপরদিকে হিজবুল্লাহর সম্ভাব্য হামলা ঠেকাতে আবারও লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ফলে নিরাপত্তার খাতিরে উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে হাজার হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা