গতকাল ২১শে সেপ্টেম্বর শনিবার মাদারীপুরের চরমুগরিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ইকবাল ব্যাপারী (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে হওয়া সেই সংঘর্ষে বোমা বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে শুক্রবার ইকবালের দোকানে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে এই ঘটনার জের ধরে পরদিনই হাওলাদার, সরদার, মৃধা ও ব্যাপারী বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলার সময় দেশীয় অস্ত্র ও বোমা ব্যবহার করা হয়। এছাড়াও সংঘর্ষের এক পর্যায়ে হামলাকারীরা ২০টি দোকান ও দুটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে নিহত ইকবালের পরিবার ।