নিউজনেস্ট

আলজাজিরার সম্প্রচার অফিস বন্ধ করে দিলো দখলদার ইসরায়েল

ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত আল জাজিরার সম্প্রচার অফিস। ছবি : রয়টার্স

আজ ২২শে সেপ্টেম্বর রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের শহর রামাল্লায় আলজাজিরার অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসময় ভারী অস্ত্রে সজ্জিত মুখোশধারী ইসরায়েলি সেনারা অফিসে প্রবেশ করে পশ্চিম তীরের আলজাজিরা ব্যুরো চিফ ওয়ালিদ আলউমরির হাতে ৪৫ দিনের জন্য অফিস বন্ধ রাখার আদেশ তুলে দেয়।

কিন্তু অফিস বন্ধের নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি তাদের। মিডিয়ার লাইভ সম্প্রচারে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা ক্যামেরা সরিয়ে অফিস ত্যাগ করতে নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগে মে মাসেও ইসরায়েলের অভ্যন্তরে আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ করা হয়।

এ ব্যাপারে পশ্চিম তীরের সাংবাদিক নাদি ইব্রাহিম জানান, এই পদক্ষেপ তাদের কাছে নতুন নয়, আগেও এমন হুমকি পেয়েছেন তারা।

এদিকে এবিষয়ে আলজাজিরার ব্যুরো চিফ ওয়ালিদ আলউমরি বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ পরিকল্পিতভাবে সত্য প্রকাশে বাধা সৃষ্টির স্পষ্ট প্রতিফলন ।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত