জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। রোববার ২২শে সেপ্টেম্বর চীনা দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের বরাতে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে এই টিমকে পাঠানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের চিকিৎসা সেবা প্রদানই তাদের মূল উদ্দেশ্য।
মেডিকেল টিম বহনকারী বিমানটি চীনের কুনমিং থেকে আজ দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।