সম্প্রতি পিনাকী ভট্টাচার্য তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি শহিদ আনাসের সাহসিকতা, বীরত্ব এবং তাঁর পরিবারের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন। পিনাকীর আবেগঘন পোস্টে উঠে আসে, আনাস নামের এক কিশোর তাঁর জীবন দিয়ে শহিদের মর্যাদা লাভ করার ঘটনা।
পিনাকী ভট্টাচার্য পোস্টে লিখেছেন, আনাস ছিলেন একজন ১০ম শ্রেণির ছাত্র। যিনি তাঁর বাবা-মাকে চিঠি লিখে বিদায় জানিয়ে বেরিয়েছিলেন। ৫ই আগস্ট, চাঁনখারপুলে সংঘটিত সহিংসতার ঘটনায় তিনি শহিদ হন। আনাসের বাবার সাথে কথোপকথন করে তিনি জানান, আনাসের সাথে ছিল সিম ছাড়া একটি ছোট আকারের চাইনিজ মোবাইল। হয়তো অর্থের অভাবে সিম কিনতে পারেননি তিনি। তবে মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার সেভ করে রেখেছিলেন।
এই মোবাইল থেকেই আনাসের বাবার নাম্বার সংগ্রহ করে কেউ তাঁর পরিবারের সাথে যোগাযোগ করেন। তা না হলে আনাসকে হয়তো বেওয়ারিশ হিসেবে দাফন করা হতো। আনাসের বুক পকেটে ছিল আল্লাহর নাম লেখা একটি কার্ড, যা তার অমিত সাহসের উৎস বলে মনে করেন পিনাকী।
পোস্টে আরও উল্লেখ করেছেন, তিনি আনাসের এই বীরত্বগাঁথা নিয়ে তার পরবর্তী উপন্যাস লিখবেন। যেখানে আনাস হবে প্রধান চরিত্র। পিনাকী জানান, বিপ্লবের এই কালচারে সাংস্কৃতিক বয়ান তৈরির জন্য অনেক কাজ বাকি রয়েছে। তিনি একা কতটা করতে পারবেন তা জানেন না, তবে যতোটুকু সম্ভব করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সূত্র: পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link