৩ স্যুটকেস ভর্তি ১০০ কেজি স্বর্ণ এবং আরও ১ স্যুটকেস ভর্তি ১.৫ মিলিয়ন ইউরোর একটি বিরাট চোরাচালান জব্দ করেছে লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা।
আজ ২২শে সেপ্টেম্বর রবিবার লিবিয়ার আন্তর্জাতিক মিসরাতা বিমানবন্দরে তুরস্কগামী একটি ফ্লাইটের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকালে বড় এই চোরাচালান কর্তৃপক্ষের নজরে আসে। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে তারা।
উল্লেখ্য, লিবিয়ার ত্রিপোলি শহরের এ্যাটর্নি জেনারেল জানান, তার নির্দেশেই গত মে মাসে এই মিসরাতা বিমানবন্দরেই কাস্টমস মহাপরিচালক ও দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তাদের ২৬ হাজার কেজি স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
সূত্র: রয়টার্স