গত ২১শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি বহুতল অ্যাপার্টমেন্টে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় প্রাথমিক হিসেব অনুযায়ী ২১জন আহত হয়েছে। হামলার পর সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন, খারকিভ শহরের মেয়র ইহর তেরেকভ।
হামলার ব্যাপারে মেয়র তেরেকভ এক টেলিগ্রাম পোস্টে জানান, রাশিয়ার পক্ষ থেকে ছোঁড়া একটি গাইডেড বোমা বহুতল ভবনে আঘাত হানে। তেরেকভ আরও লেখেন, হামলায় আহতদের মধ্যে একজন ৪ বছর বয়সী শিশু এবং ১৭ বছর বয়সী ২জন রয়েছে।
এদিকে এই হামলার নিন্দা জানিয়ে পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link