নিউজনেস্ট

বাইডেন-মোদি বৈঠকে এবার বাংলাদেশ প্রসঙ্গ

বৈঠকরত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উঠে এসেছে। শনিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে বাইডেনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের সম্মেলনও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। কোয়াড সম্মেলনের আলোচনায়ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রাধান্য পায় বলে জানান মিশ্রি। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের সময় কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে।’

সম্প্রতি বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এ ঘটনার পর থেকে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মোদি এক টুইট বার্তায় জানান, ‘তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন তিনি।’

যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে সেই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি। মোদি তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত পোস্টে জানান, ‘বাইডেনের সঙ্গে আলোচনায় তারা বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাদের মাঝে আলোচনা হয়েছে।’

বাইডেন তার নিজ শহর উইলমিংটনে কোয়াড জোটের শীর্ষ সম্মেলনের আয়োজন করেন। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। এবারের সম্মেলনে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলন শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘কোয়াড জোট কৌশলগতভাবে আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়ী ও ইতিবাচক প্রভাব বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই বৈঠক এবং কোয়াড সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত