নিউজনেস্ট

সৌদি আরবের নতুন নির্দেশনায় এবার যারা হজে যেতে পারবেন না

এবার যারা হজে যেতে পারছেন না
কা’বা শরিফ। ছবি: ফজর আসসাকাফির সৌজন্যে

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। তারা বিশেষভাবে কিছু শ্রেণির মানুষকে হজে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। যাদের বয়স ৬৫ এর বেশি, গুরুতর অসুস্থ, যেমন— হার্ট, কিডনি বা শ্বাসযন্ত্রের সমস্যা, ডায়বেটিস, ক্যান্সার আক্রান্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, গর্ভবতী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুদের হজের পরিকল্পনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

কারণ, গ্রীষ্মের প্রচণ্ড গরমে ২৫ কিলোমিটার পথ হাঁটার শারীরিক সক্ষমতা থাকা জরুরি বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

চলতি বছর অতিরিক্ত তাপমাত্রায় হজে অংশগ্রহণকারী প্রায় ১,৩০০ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে প্রচণ্ড গরমে দীর্ঘ পথ হেঁটে, বিশ্রাম ও পর্যাপ্ত পানির অভাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী বছরও গ্রীষ্মের তীব্র গরমের মধ্যেই হজ অনুষ্ঠিত হবে। তাই শুধু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ব্যক্তিদেরই হজে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত