জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ও সোনাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে দুই দফায় বাঁধা দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ ক্রমশই বেড়ে চলছে।
প্রথম দফায়, ১৯শে সেপ্টেম্বর ধরঞ্জী সীমান্তে বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বিজিবি বাঁধা দেয়। পরবর্তীতে ২১ ও ২২শে সেপ্টেম্বর সোনাতলা সীমান্তেও একইভাবে বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি পুনরায় বাঁধা দেয়। এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়। বৈঠকে বিএসএফ তাদের কাজ স্থগিত করার প্রতিশ্রুতি দেয়।
বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানিয়েছেন, বিএসএফ সীমান্তের ১৫০ গজের নিয়ম ভঙ্গ করে কাজ করছিল। পরে আলোচনা হলে তারা বেড়া তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link