বাংলাদেশী প্রবাসীরা চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১দিনে বৈধ পথে ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার (১৯ হাজার ৬১১ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই অংক গত বছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ডলার বেশি।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এবং ২০২২ সালে ছিল ১৫৪ কোটি ডলার। চলতি মাসে দৈনিক গড়ে ৭.৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা মাস শেষে ২৩৩ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, গত জুলাই ও আগস্টে রেমিট্যান্সের প্রবাহ বহুগুণ বেড়েছে। আশা করা যাচ্ছে, এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।
গত আগস্ট মাসে দেশে ২.২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে ১৯১ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। যা ছিল আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ২৩৯২ কোটি ডলার পাঠিয়েছেন। আর এটিই হলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। তবে, সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪৭৭ কোটি ডলার।