নিউজনেস্ট

হারলে এটাই হবে ট্রাম্পের শেষ নির্বাচন

হারলে এটাই হবে ট্রাম্পের শেষ নির্বাচন
আসন্ন মার্কিন নির্বাচনের পদপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হিস্টোরির সৌজন্যে।

আসন্ন নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলে ভবিষ্যতে আর নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৭৮ বছর বয়সী ট্রাম্পের এটাই শেষ নির্বাচন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পও বলেছেন, ‘এটা (নির্বাচন) শেষবার হবে। পরাজিত হলে ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নেই’

উল্লেখ্য, ইতোমধ্যে ট্রাম্প টানা ৩বার রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন এবং দলটিকে নতুন রূপ দিয়েছেন। তবে গত সপ্তাহে ১১১জন সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি প্রকাশ করায় সাম্প্রতিক সময়ে ট্রাম্প চ্যালেঞ্জের মুখে পড়েছেন নিজ দলের ভেতরেও।

উল্লেখ্য, নিজ রাজনৈতিক দলের অভ্যন্তরে চ্যালেঞ্জের মুখে পড়ায় নির্বাচনের আগে ট্রাম্প এই নিয়ে দ্বিতীয়বারের মতো সম্ভাব্য পরাজয়ের কথা উল্লেখ করলেন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত