কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. ওহাব ভূঁইয়া (৪৫) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার ২১শে সেপ্টেম্বর সকালে ওহাব ভূঁইয়াকে রাস্তা থেকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার ভোরে তিনি মারা যান।

ঘটনার সূত্রপাত ৬ই সেপ্টেম্বর জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক থেকে। ওহাব ভূঁইয়ার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিকলী থানার ওসি জাকির রাব্বানী জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *