সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলার পর লেবানন ইসয়ারায়েল সীমান্তে শুরু হয়েছে লাগাতার প্রতিশোধের খেলা। এবার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা ইসরায়েলের হাইফা শহরের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি রাফায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সে কয়েক ডজন ‘ফাদি-১’ এবং ‘ফাদি-২’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
উল্লেখ্য, ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও ইলেকট্রনিক প্রযুক্তির বিরাট একটি অংশ তৈরি করে থাকে রাফায়েল বিশেষজ্ঞ।
অবশ্য গতকালও হিজবুল্লাহ ‘ফাদি-১’ এবং ‘ফাদি-২’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের রামাত ডেভিড সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরেও দুইবার হামলা চালিয়েছে।
এছাড়াও হিজবুল্লাহ মানারা ফাঁড়ি ও ইফতাহ ঘাঁটির আশেপাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা এবং মায়ান বারুখ, বাগদাদি, জেল আল্লাম এলাকাসমূহে রাডার ফাঁড়িতে কামান ও রকেট হামলা চালিয়েছে। সেই সাথে আলমারজ এলাকায় একটি মারকাভা ট্যাংককেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় ট্যাংকের ক্রুর সদস্যরা হতাহত হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, এসব আক্রমণ ইসরায়েলের পূর্বের আক্রমণের জবাব হিসেবে করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার ও বুধবার, ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে পেজার বিস্ফোরণ ঘটায়, যার ফলে হিজবুল্লাহর অনেক সদস্য এবং সাধারণ মানুষ হতাহত হয়।
সূত্র: আলজাজিরা