নিউজনেস্ট

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশি আটক

ছবি : প্রতীকি

ভারতের আসামে ২জন এবং নিউ জলপাইগুঁড়ি রেলওয়ে স্টেশন থেকে ১ জনকে মিলিয়ে মোট ৩ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

আসাম পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে আলমামুন ও আনোয়ার হোসেন নামে ২জন অবৈধভাবে প্রবেশকারী আটক হন। আটকের পর তাদেরকে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে নিউ জলপাইগুঁড়ি থেকে নয়ন আঁকন নামে এক বাংলাদেশি বৈধ নথিপত্র না থাকায় স্থানীয় পুলিশের হাতে আটক হন। আটক নয়ন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলো এবং আটকের আগেই মূলত দেশে ফেরার পরিকল্পনায় ছিলেন।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম পুলিশ এবং বিএসএফের এমন কার্যক্রমের প্রশংসা করেছেন। উল্লেখ্য, অনুপ্রবেশের এই ঘটনায় তদন্ত এখনও চলমান।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত