ইসরায়েলের সঙ্গে সহযোগিতা এবং ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, অভিযুক্তদের ইরানের ৬টি প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সময় এবং স্থান উল্লেখ করা হয়নি।
এ ঘটনাটি এমন এক প্রেক্ষাপটে ঘটলো, যখন সম্প্রতি লেবাননের হিজবুল্লাহর যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম আকারে উত্তেজনা বৃদ্ধি করেছে। এদিকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে মুহুর্মুহু পাল্টাপাল্টি হামলার ঘটনার পাশাপাশি গাজার পরিস্থিতি আরও অবনতি হয়েছে।