আজ ২৩শে সেপ্টেম্বর সোমবার সকালে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকদের বেতন না দেওয়ায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার সকাল ৯টায় গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে এ অবরোধ শুরু করেন।
এ সময় প্রায় দেড় ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। অবরোধকারী শ্রমিকেরা জানান, তারা ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এবং অতিরিক্ত কাজের বেতনের দাবিতে আন্দোলন করছেন। অভিযোগ রয়েছে, মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়েও তাদের বেতন পরিশোধ করেনি। ফলে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।